শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবরঃ মাহে রমজান উপলক্ষে জেলা ট্যাক্সেস এমপ্লয়ীজ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়েছে। রোববার (১৯ মে) বিকেলে চাষাড়ার রাইফেলস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক লীগ ও জেলা শাখার সভাপতি শুক্কুর মাহমুদ। ইফতার পূর্ব আলোচনায় তিনি বলেন, ‘আল্লাহতাআলা এই মাস মুসলিম উম্মাহের রহমতের জন্য দিয়েছেন। এই মাসে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। মানুষ ক্ষুধার্তথাকলে যে কষ্ট ভোগ করে তারা সবাইকে বোঝানোর জন্য এই মাস। মুসলিম দেশগুলোর মধ্যে হানাহানি বন্ধ হোক।
সারা পৃথিবীতে ইসলামের অনুশাসন কায়েম হোক এই কামনা করি।’ বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সেরসভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বজলুর রহমান, বাংলাদেশট্যাক্সেস এমপ্লয়ীজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক মো. রুবেল দর্জি,সাংগঠনিক সম্পাদক এবিএম সবুজ, স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো.জিন্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান, মো.জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্যাক্সেস (১৭-২০ গ্রেড) কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুলবাশার, সহ প্রচার সম্পাদক মির্জা নজরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
Leave a Reply