নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন পত্র দাখিল করলেন জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা।
৩০ নভেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জাতীয় পার্টির নারায়নগঞ্জ-৪ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন খোকা মোল্লা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে তিনবারের এমপি একে এম শামীম ওসমানের সাথে প্রতিদ্বন্দিতা করছেন জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লা।
সালাহউদ্দিন খোকা মোল্লা বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। আমরা আশাবাদী নির্বাচন কমিশন আমাদের একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। এসময় সালাহউদ্দিন খোকা মোল্লা র সাথে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক প্রধান,ইকবাল মোল্লা, মম শাহিন প্রমুখ।
Leave a Reply