শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লায় নবম শ্রেনীর ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা।পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের দাবি, হামলা করা তরুণরা কিশোর গ্যাংয়ের সদস্য।
আহত স্কু্ল ছাত্রের নাম সিয়াম দাপা ইদ্রাকপুর এলাকায় মাইনউদ্দিনের ছেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
এঘটনায় তার পিতা মাইনউদ্দিন দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল এলাকার রাজন,সুমন,মোহন,বাবু,মামুন, আমির হোসেনসহ অজ্ঞাত ছয় সাত জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ।
অভিযোগ সূত্রে জানাযায়, ১৫ মার্চ সন্ধ্যায় দাপা ইদ্রাকপুর শাহজাহান রোলিং মিল এলাকা দিয়ে যাওয়ার সময় সিয়ামের বন্ধু তৌফিককে উক্ত বিবাদীরা মারধর করে। এতে সিয়াম প্রতিবাদ করায় তাকে ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারী কুপিয়ে জখম করে এবং উপর্যুপরিকে আঘাত করে। তার সাথে থাকা নগদ , টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় ।
উল্লেখ্য, রাজন মোহনের নেতৃত্বে তাদের নিজ বাসায় রাতের জুয়ার আসর সহ বাজারে তিন তাসের জুয়ায় তারা সক্রিয় থাকে।প্রায় এ নিয়ে রাজন- মোহন ও জুয়ারী আলাউদ্দিন-স্বপন বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় গ্রুপ নিজেদের শক্তির পাল্লা ভারী করতে নিজ নিজ গ্রুপে টেনে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। এ সকল কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে একাধিক বার মহড়া দিয়েছে রাজন, মোহন ও জুয়ারী আলাউদ্দিন, স্বপন। বড় ধরনোর আশংকা এড়াতে এই দুই বাহিনীর সদস্যদের গ্রেফতার সহ জুয়ার আসর বন্ধে জেলার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবী করেছে স্থানীয়বাসী।
Leave a Reply