নিজস্ব প্রতিবেদক: ফতুল্লার মাসদাইরে গৃহবধূ মারিয়া আক্তার নিহতের ঘটনায় নিহতের মা বাদী হয়ে নিহতের স্বামী রিফাতসহ চারজন কে আসামী করে শনিবার ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।
মামলার আসামীরা হলো মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আউটশাহী গ্রামের লিটন শেখের পুত্র ও ফতুল্লা মডেল থানার মাসদাইর ছোট কবরস্থানের শাহাদাতের বাড়ীর চতূর্থ তলার ভাড়াটিয়া নিহত মারিয়া আক্তারের স্বামী রিফাত(২১),নিহতের দেবর আশরাফুল (১৮),নিহতের শ্বাশুড়ি আনেয়ারা বেগম(৫০) সহ নিহতের স্বামীর বোন জামাই সাহেদ বাবু(২৫)।
এর আগে পুলিশ শুক্রবার বিকেল মামলার এজাহার নামীয় তিন আসামী নিহতের স্বামী রিফাত, শ্বাশুড়ি আনোয়ারা বেগম ও দেবর আশরাফুল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের এজাহারনামীয় তিন আসামীর মধ্যে নিহতের স্বামী রিফাত ও দেবর আশরাফুল কে সাত দিনের রিমান্ড চেয়ে এবং শ্বাশুড়ি আনোয়ার বেগম কে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, গৃহবধু মারিয়ার মৃত্যুর বিষয়টি শুরুতেই হত্যাকান্ড বলে মনে হয়েছিলো। পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েই ঘটনার পরপর শহরের জেনারল( ভিক্টোরিয়া) হাসপাতাল ও মাসদাইরে অভিযান চালিয়ে নিহতের স্বামী,দেবরও শ্বাশুড়ি কে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের মা আজ(শনিবার) বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছে। তিনজন কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এজাহারনামীয় অপর একজনকে গ্রেফতার অভিযান অব্যহাত রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply