নারায়ণগঞ্জের খবরঃ
শেখ হাসিনাকে গণহত্যার মূল হোতা উল্লেখ করে অন্তর্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়াই জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থান আন্দোলনে নিহত সাবেক ছাত্র নেতা আমানতের জানাজা শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্র্বতীকালীন সরকার ও
তিনি বলেন, কোটা আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারও নিশ্চিত করা হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অনেককে গ্রেপ্তার করেছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণই তা রুখে দেবে।
নিহত আমানত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিতে গিয়ে নিখোঁজ হোন। ৯ূিন নিখোঁজের পত গত ১৪ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাঁর লাশ শনাক্ত করে স্ত্রী।
Leave a Reply