শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনের আয়োজন করেও কমিটি ঘোষণা না হওয়ায় সংগঠনটির তৃনমূলে হতাশা দেখা দিয়েছে। পাশাপাশি কমিটি নিয়ে নয়া সমীকরণ শুরু হয়েছে।
কে হচ্ছেন জেলার সভাপতি, সম্পাদক এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি শরীফুল হক এবং সগীর আহমেদকে নিয়ে গঠন হবে তা প্রায় নিশ্চিত হয়েছে। আগামী ১সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে কমিটি ঘোষণা হবে এমনটাই জানিয়েছেন স্বেচ্ছাসেবকলীগের একাধিক দায়িত্বশীল সূত্র।
অপর দিকে, মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি নিয়েও নানা সমীকরণ চলছে। বিলুপ্ত কমিটির সভাপতি জুয়েল হোসেন এবার সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে জানান দিয়েছেন। সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা কায়কোবাদ রুবেল হেভিওয়েট প্রার্থী হিসেবে রয়েছে। জেলা কমিটি ঘোষণার পাশাপাশি মহানগরের কমিটিও ঘোষণা হবে।
স্বেচ্ছাসেবকলীগের রাজনীতিতে সংশ্লিষ্টদের মতে, শরীফুল হককে সভাপতি এবং সগীর আহমেদকে সম্পাদক করে জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি করা হলে বিগত সময়ের চেয়ে বেশী শক্তিশালী হবে জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি।
দলের দায়িত্বশীল সূত্রে জানাগেছে, সগীর আহমেদকে সভাপতি এবং আবু মোঃ শরীফুল হককে সম্পাদক করে আগামী ১সেপ্টেম্বর জেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা দেয়া হবে।
Leave a Reply