December 9, 2023, 11:11 am
নারায়ণগঞ্জের খবরঃ ফতুল্লা পুলিশ সন্ত্রাসী শরীফকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল সহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলা শাহি মহল্লা এলাকা হতে সন্ত্রাসী শরীফকে গ্রেপ্তার করা হয়। বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী শরীফ কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। সে পাগলা শাহি মহল্লা এলাকায় বসবাস করে।
এদিকে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী শরীফ কুতুবপুর অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এছাড়াও ইট বালুর ব্যবসার নামে এলাকার নিরীহ মানুষ ভবন নির্মান করতে গেলে শরীফ নিজেকে মিরুর শ্যালক পরিচয় দিয়ে নির্মান সামগ্রী দেয়ার জন্য চাপ সৃষ্টি করতো। শরীফের কথামত নির্মান সামগ্রী কোন ব্যক্তি ক্রয় না করলে মোটা অংকের চাঁদা দাবি করতো। শত অপকর্ম করলেও মিরু বাহিনীর লোক হওয়ার সুবাধে ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস করতো না। যার কারনে আরো বেপরোয়া হয়ে উঠে মিরু বাহিনীর এই শরীফ। সম্প্রতি পাগলা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করায় সেই ব্যবসায়ী ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করে। এছাড়াও শরীফ মনির হত্যা মামলার আসামী।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে শরীফের বিরুদ্ধে। এলাকার নিরীহ মানুষকে হয়রানী সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে লীপ্ত রয়েছে সে। নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন কোন সন্ত্রাসী, চাঁদাবাজসহ কোন অপরাধীকে ছাড় দিবে না। সে যত বড় অপরাধী হউক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply