বন্দর প্রতিনিধিঃ বন্দরে ব্যাক্তিগত অর্থায়নে কলাগাছিয়া ইউনিয়নের প্রায় ১হাজার শীতার্তদের কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) সকালে বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের হাতে এসব বুঝিয়ে দেয়া হয়।এসময় আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে চয়নকৃত ১হাজার জনের মাঝে কম্বলগুলো বিতরণের নির্দেশ দেয়া হয়।
উদ্বোধনী এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আ’লীগের সভাপতি তথা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু, বন্দর থানা আ’লীগ নেতা শাহজাহান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, শ্রী ভোলানাথ দাস , কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন বিএ।
ইউনিয়ন যুবলীগ সভাপতি রুহুল আমিন,বন্দর থানা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শাহীন,উপজেলা শ্রমিকলীগ নেতা মাহবুব চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইসতিয়াক উদ্দিন জারজিস, সোয়েব মোঃ লিটন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ,ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রহমত উল্লাহ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইদুর রহমান জিএমসঅহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
Leave a Reply