বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
আবদুর রহিম
এবারো কী নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে হতাশ করবেন আওয়ামী লীগের হাই কমান্ড? এমন প্রশ্ন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব দেয়ার মতো নারায়ণগঞ্জে একাধিক নেতা থাকলেও কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হচ্ছে না এসব যোগ্য নেতাদের। আর এ নিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আক্ষেপের কোন অন্ত নেই। প্রতিবার কেন্দ্রীয় কাউন্সিল আসলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা আশাবাদী হন জেলার শীর্ষ নেতাদের ব্যাপারে। কিন্তু কাউন্সিল সম্পন্ন হলে দেখা যায় নারায়ণগঞ্জের কেউ নেই কেন্দ্রীয় কমিটিতে। যদিও নারায়ণগঞ্জকে বলা আওয়ামী লীগের জন্মস্থান। কিন্তু কেন্দ্রীয় পদ পদবীতে থেকে পিছিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম হলেও সেভাবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মূল্যায়ন করেনি কেন্দ্র। তবে সাংগঠনিক দিক দিয়ে নারায়ণগঞ্জ অন্যান্য জেলার চেয়ে এগিয়ে রয়েছে। সাংসদ শামীম ওসমান কিংবা মেয়র আইভীর মতো নেতাদের ডাকে লাখ লাখ মানুষ রাজপথে চলে আসেন। কিন্তু এসব নেতাদেরও কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়া হচ্ছে না। আর এ নিয়েই আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ছাপ পরেছে। শামীম-আইভীর অনুসারী নেতাকর্মীরা তাদের নেতাদের নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় নেতারাতাদের বার বার হতাশ করছেন।
নেতাকর্মীদের মতে, আন্দোলন সংগ্রামের সুতিকাঘার হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জ দেশ ভাগের আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতন আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছেন। জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের দুঃসময়ে রাজধানীতে গিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছে রাজপথ। কিন্তু তারপরও নারায়ণগঞ্জের নেতারা কেন্দ্রীয় নেতাদের কাছে অবমূূল্যায়িত হচ্ছে বারবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের জন্মস্থান হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ। এই জেলায় বসেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। কিন্তু জন্মের পর থেকে দিনে দিনে নারায়ণগঞ্জের নেতাদের মূল্যায়ন কমে। প্রয়াত নাজমা রহমানের পর কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে তেমন কোন নেতাকে দেখা যায়নি। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় নেতৃত্ব দেয়ার মতো নারায়ণগঞ্জে অনেকে থাকলেও কেন এবং কী কারণে তাদের কেন্দ্রীয় কমিটিতে রাখা হচ্ছে না এ নিয়ে তৃনমূলে নানা প্রশ্ন রয়েছে।
Leave a Reply