রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
আবদুর রহিমঃ হতাশ হয়ে পরেছে নারায়ণগঞ্জ যুবলীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে খুড়িয়ে চলছে জেলা ও মহানগর যুবলীগের রাজনীতি। নতুন কমিটি না হওয়ায় নারায়ণগঞ্জ যুবলীগের হতাশা কাটছে না। প্রশ্ন উঠেছে নতুন করে কবে নাগাদ গঠন হবে নারায়ণগঞ্জ যুবলীগের জেলা ও মহানগর কমিটি? দীর্ঘদিন ধরে এমন প্রশ্ন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে কেন্দ্রীয় যুবলীগের কাউন্সিলের পর জেলা ও মহানগর যুবলীগের কমিটি গঠনের বিষয়টি নিয়ে আশার আলো দেখলেও তা বেশীদিন থাকেন। কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কিন্তু মেয়দ উত্তীর্ণ এবং অস্তিত্ব সংকটে থাকা নারায়ণগঞ্জ যুবলীগ নিয়ে কোন তৎপরতা নেই। আর এসব কারণেই নারায়ণগঞ্জ যুবলীগ এখন অস্তিত্ব সংকটে রয়েছে। তবে নারায়ণগঞ্জের যুবলীগের শীর্ষ নেতাদের প্রত্যাশা অচিরেই জেলা ও মহানগর যুবলীগের কমিটি হবে।
সূত্রমতে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগে। ১৪ বছর ধরে চলছে একই কমিটি দিয়েছে। জেলা ও মহানগর যুবলীগ অনেকটা নুজ্য হয়ে পরেছে। কমিটির অনেক নেতাই এখন নিস্ক্রীয় হয়ে পরেছে। জেলা যুবলীগের হাল ধরেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু। মহানগর যুবলীগ বলছে শাহাদাৎ হোসেন ভূইঁয়া সাজুকে বুঝে থাকেন নেতাকর্মীরা। এছাড়া যুবলীগের ব্যানার নিয়ে যারা নানা কর্মকান্ডে অংশ নিয়ে থাকেন তারা মূলত পদহীন নেতা। যুবলীগের কমিটি না হওয়ায় অনেক যোগ্য নেতা যুবলীগের নেতৃত্বে আসতে পারছে না। এ নিয়ে যুবলীগের সক্রিয় নেতাদের মধ্যে আক্ষেপ রয়েছে অনেক। সম্মেলনের মাধ্যমে যুবলীগের কেন্দ্রীয় নেতৃত্বের পরিবর্তণ হলেও নারায়ণগঞ্জের নেতাকর্মীরা এখনো হতাশায় রয়েছে। তবে কেন্দ্রীয় সম্মেলনের পর নতুন করে নারায়ণগঞ্জের যুবলীগ নিয়ে আশার আলো দেখলেও সময়ের ¯্রােতে তা মলিন হতে চলেছে। তবে নারায়ণগঞ্জ যুবলীগকে টিকিয়ে রাখতে যে ক’জন নেতা মাঠ পর্যায় থেকে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি, ফতুল্লার শরীফুল হক,আজতম উল্লাহ,জানে আলম বিপ্লব,সানোয়ার হোসেন জুয়েল, জুলহাস অন্যতম। তবে এসব নেতারা কেউ-ই জেলা কিংবা মহানগর যুবলীগের কোন পদে নেই। কিন্তু, তারপরও এসব নেতারা যুবলীগের ব্যানার নিয়ে সক্রিয় রয়েছে।
যুবলীগের একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের নতুন কমিটি নিয়ে আলোচনা চলছে। হয়তো অল্প সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের ব্যাপারে কেন্দ্র থেকে কোন সু সংবাদ আসতে পারে। এ ব্যাপারে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইঁয়া সাজনু জানান, সংগঠনের স্বার্থে এই মূর্হুতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটি প্রয়োজন। আমিও চাই নতুনরা নেতৃত্বে আসুক।
Leave a Reply