বন্দর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বন্দরের ৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে বন্দরের ধামগড় ছাড়া বাকি ৪টি ইউনিয়নে প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষনা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম ।
শুক্রবার রাতে বন্দর থানাধীন বন্দর রেললাইন সংলগ্ন হযরত শাহজালাল রহ. মাদ্রাসার আয়োজনে এক ওয়াজ মাহফিল শেষে তাদের নাম ঘোষণা করেন তিনি।
বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ইসলামী আন্দোলন কর্তৃক সমর্থন পেয়েছেন আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন,বন্দর ইউনিয়নে মোঃ শাহিন আলম,মুছাপুর ইউনিয়নে হাফেজ মোঃমুছা এবং মদনপুর ইউনিয়নে মোঃ হযরত আলী হাতপাখা’র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ধামগড় ইউনিয়ন পরিষদের জন্যও যাচাই বাচাই শেষে প্রার্থীর নাম ঘোষণা করবে ইসলামি আন্দোলন।
Leave a Reply