June 9, 2023, 4:23 am
নারায়ণগঞ্জের খবরঃ মশা মারতে কামান দরকার নাই মন্তব্য করে সাংসদ শামীম ওসমান বলেছেন, আমরা সভা ডাকলে সমাবেশ হয়। আর সমাবেশ ডাকলে লাখো মানুষের জমায়েত হয়। নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারকে ধংসের চক্রান্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও ব্যানারে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন,আমরা সরকারী দল এটা মনে রাখতে হবে। আমরা আমাদের বাবা মায়ের পর সবচেয়ে বড় মানুষ হচ্ছে বঙ্গবন্ধু। তিনি নাই তাই এখন আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের উন্নয়ন সুশাসনের জন্য কাজ করছেন। আমাদের অনেকের বয়স তরুণ। তাদের রক্ত টগবগে। তারা দুইদিন ধরেই আমাদের খোকন সাহা ও বাদলসহ নেতাদের নানা প্রশ্নবাণে জর্জরিত করছেন।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে জরুরী কর্মী সভায় উপস্থিত আছেন, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারী খোকন সাহা, জেলার সেক্রেটারী আবু হাসনাত শহীদ বাদল, সহ সভাপতি চন্দন শীল,সাংগঠনিক সম্পাদক মীর সোগেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সেক্রেটারী শওকত আলী, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লগের সভাপতি মজিবর রহমান, জেলা কৃষক লীগের সেক্রেটারী ইব্রাহিম চেঙ্গিস,জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শিরিন আখতার, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো: শরীফুল হক প্রমুখ।
Leave a Reply