রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

মানুষ মানুষের জন্য স্মরণ করিয়ে দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জের খবরঃ মরণব্যাধি স্তন ক্যান্সার আক্রান্ত মেধাবী শিক্ষার্থী খাদিজা ইয়াসমিন আশার জীবন বাচাঁতে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বুধবার ৩ জুলাই বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা পুরাতন সড়কের কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন ইসদাইর এলাকায় খাদিজার বাসায় সরেজমিনে গিয়ে উপস্থিত হোন এমপি সেলিম ওসমান। খাদিজার বাসায় উপস্থিত হয়েছে তার বাবা সিনিয়র সাংবাদিক দীল মোহাম্মদ দীলুর হাতে ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন।

এমপি সেলিম ওসমান যিনি নিজেও শারীরিক ভাবে গুরুতর অসুস্থ্য। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাঙ্ককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। থাইল্যান্ডের চিকিৎসকেরা তাঁকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সম্পূর্ন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে খাদিজা আক্তার আশার চিকিৎসা বন্ধ হয়ে গেছে নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত সংবাদটি শোনার পর তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। থাই চিকিৎসকের দেওয়া বিশ্রামের পরামর্শ অমান্য করে তিনি সরেজমিনে নারায়ণগঞ্জে খাদিজার বাসায় গিয়ে উপস্থিত হয়েছেন। এ সময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের।

এর আগে মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা চেয়ে সংবাদ মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রেরণ করে সহযোগীতা প্রার্থনা করেন ক্যান্সার আক্রান্ত খাদিজা আক্তারের অসহায় বাবা সিনিয়র সাংবাদিক দীল মোহাম্মদ দীলু।

বিজ্ঞপ্তিটি একটি অনলাইন নিউজ পোর্টালে আপলোড হওয়ার পর বিষয়টি নজরে আসে এমপি সেলিম ওসমানের। পরবর্তীতের তিনি খাদিজার ব্যাপারে খোঁজ নিয়ে তার বাসায় ছুটে গিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন।

স্বপ্রনোদিত হয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর কারন জানতে চাইলে এমপি সেলিম ওসমান বলেন, একজন অসহায় মানুষের বিপদে তাঁর পাশে দাড়ানো, তাঁকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষেরই দায়িত্ব। আমি আমার সেই দায়িত্ব বোধ থেকেই আমার সাধ্যমত সহযোগীতা করার চেষ্টা করে থাকি এবং সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে তাঁরা যেন অন্তত তাদের একজন প্রতিবেশীর বিপদে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। তাহলে আমাদের সমাজ থেকে দূর হতে অসহায়ত্ব। গড়ে উঠতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY M Host BD