নারায়ণগঞ্জের খবর: মৃত্যুর প্রহর গুনছে জালকুড়িতে করোনায় আত্রান্ত হয়ে মারা যাওয়া শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান প্রধানের পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে মজিবুর রহমানের পুত্র ছাত্রলীগ নেতা ইমরান হোসেন তার নিজস্ব ফেসবু ওয়ালে তার এবং পুরো পরিবারের অনিশ্চয়তার কথাই উল্লেখ করেছেন। ইমরান হোসেনের স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো।
ওপারে ভালো থেকো বাবা। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমারও হওয়ার সম্ভাবনা থাকতে পারে।।
আমার যত ভাই বোন আত্মীয়-স্বজন, এমন কি জারা আমার পরিবার এবং আমার সাথে গত ৮/১০ দিনের মধ্যে দেখা সাক্ষাত করেছে অথবা আমার ফেমিলিতে আসা যাওয়া করেছে এমনকি আপনাদের সাথে অন্য কারো দেখা হয়েছে তারা সবাই হোম কোয়ারান্টাইন এ চলে যান। কারন আমার বাবা “কোবিড ১৯ ” পজেটিভ ছিল।
আমি আর কয় ঘন্টা আছি তাও বলতে পারছি না। আমার আমার ফেমিলি ও ভালো নাই। “আল্লাহ এক মাত্র ভরসা”। সবাই সাবধানে থাকেন নিজে ভালো থাকেন অন্যকে ভালো রাখেন।দেশকে ভালো রাখেন।
আমার রাজনৈতিক আদশ জনাব “অয়ন ওসমান” ভাই কে বলছি আমার ফেমিলিকে এক্টু দেখেন। চিকিৎসার ব্যবস্থা করেন। সম্মানিত ডিসি সাহেব, সিটিকরপোরেশন, এর পক্ষে কিছু করার থাকলে করেন। আমার বাবা এবং আমদের দাফন জাতে আমাদের কবরস্থানেই হয়। আপনারা এ ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকেন দেশটাকে ভালো রাখেন। আর সবার কাছে ক্ষমা পার্থি।
Leave a Reply