মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
আবদুর রহিমঃ
কেন্দ্রের নিদের্শে থমকে আছে নারায়ণগঞ্জ যুবদল পূর্ণগঠন। বিগত দিনে যুবদলের কমিটিগুলো পূর্নাঙ্গ ভাবে গঠনে ব্যর্থ হলেও প্রায় ২ যুগ পর এবারের জেলা কমিটি পূর্নাঙ্গ রূপ পেয়েছে। কিন্তু অন্যান্য থানা কমিটি গঠনের আগেই কেন্দ্রীয় নিদের্শের কারণে থমকে যায় কমিটি গঠন প্রক্রিয়ায়। তবে কেন্দ্রীয় নিদের্শ পেলেই জেলার থানা কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানিয়েছে জেলা যুবদলের দায়িত্বশীল একটি সূত্র। যুবদলের অপর একটি সূত্র জানায়, আগামীতে কমিটি গঠন প্রক্রিয়া শুরুর পর সদ্য বিদায়ী ছাত্রদল ও যুবদলের রাজনীতিতে সক্রিয় নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। এ নিয়ে জেলা যুবদলের প্রস্তুতি নিয়ে রেখেছে।
সূত্রমতে, গত বছরের ২৩ মার্চ নারায়ণগঞ্জ জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে। কমিটি গঠনের পর থানা কমিটি গঠন প্রক্রিয়া শুরু করে জেলা যুবদল। এরমধ্যেই কেন্দ্রের নিদের্শে বন্ধ হয়ে যায় থানা কমিটি গঠন প্রক্রিয়া। তবে কেন্দ্রীয় নিদের্শ আসার আগেই ফতুল্লা ও রূপগঞ্জ থানা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করেছে জেলা যুবদলের নেতারা। এছাড়া অন্যান্য থানা কমিটি গঠনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও যুবদলের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, কেন্দ্রীয় নিদের্শে নারায়ণগঞ্জের থানা কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ রয়েছে। কেন্দ্রীয় নিদের্শনা আসলেই সদ্য বিদায়ী ছাত্রদল ও যুবদলের সক্রিয় নেতাদের সমন্বয়ে থানা কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ শহিদুল ইসলাম টিটুকে সভাপতি এবং মো.গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ২০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে তালিকা প্রকাশ করেছে বিএনপি। কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এরআগে ২০১৮ সালের ১৯ অক্টোবর শহিদুল ইসলাম টিটুকে সভাপতি ও গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। জানা যায়, ২০১২ সালে মোশারফ হোসেনকে সভাপতি ও শাহ আলম মুকুলকে সাধারণ করে ৭ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আংশিক কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদল। কিন্তু দলীয় ও নিজের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা পূর্ণাঙ্গ কমিটির গঠন করতে ব্যর্থ হয়।
Leave a Reply