মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক আওয়ামী লীগ নেতা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ঘুরে চিকিৎসা সেবা না পেয়ে অবশেষে (নারায়ণগঞ্জ-৪) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের হস্তক্ষেপে চিকিৎসা সেবা পেয়েছেন তিনি।
করোনা আক্রান্ত আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু জানান, সাত দিন যাবৎ অসুস্থ্য হয়ে ঠান্ডা, জ্বর, শরীর ব্যথায় কাতরাচ্ছিলাম আমি। নিজেকে আর সামলে রাখতে পালছিলাম না। তরিগড়ি করে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যাওয়ার পর বিভিন্ন অযুহাত দেখিয়ে আমাকে ভর্তি করতে চাননি হাসপাতাল কতৃপক্ষ।
এ অবস্থায় এসময় আমি মারাত্মক ভাবে অসুস্থ অনুভব করি। এ সংবাদটি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানকে জানানোর পর তিনি সাথে সাথে ইউনাইটেড হাসপাতালের কতৃপক্ষকে ফোন দিয়ে আমাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন।
পরে করোনা পরীক্ষা করার পর আমার পজেটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে আমার চিকিৎসা সেবার জন্য সব রকমের খোজখবর নেন তিনি। এতে আমি খুব অল্প সময়ের মধ্যে সুস্থ্যতা অনুভব করছি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং নাম্বার ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ও জাতীয় সংসদ নির্বাচন কালীন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী শাহজাহান সাজু আরো বলেন, আমি অসুস্থ্য হওয়ার পর স্থানীয় কাউন্সিলর শাহজালাল বাদল সবসময় আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করে খোঁজ খবর নেন। তিনি বলেন, আমি সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও কাউন্সিলর বাদলের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকব। বিশেষ করে মাননীয় সংসদের এই উপকার মৃত্যুর পরেও ভুলার নয়।
Leave a Reply