June 7, 2023, 6:49 am
নারায়ণগঞ্জের খবরঃ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন,সরকারকে চাপে রাখার জন্য ক্যাসিনো নামে একটি জুয়া রাজত্ব করেছিল। সেখানে প্রধানমন্ত্রী নিদের্শে তাদের ক্যাসিনো গুড়িয়ে তাদের কারাবন্দি করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে আড়াইহাজার ৬৭নং চারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াদ্দা নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কর্তৃক মেধাবী ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, আমার চেয়ারম্যান হওয়ার পিছনে এমপি বাবুর অবদান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাকে মনোনয়ন দিয়েছিল, তখন এমপি বাবুর কাছে ভোটের জন্য আলাপ করেছিলেন। তখন বাবু প্রধানমন্ত্রীকে ভোটের জন্য চিন্তিত না হবার কথা বলেন।
জেলা পরিষদের মাধ্যমে মানুষের মাঝে উন্নয়ন ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রাম শহর পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছি। কিছু শিক্ষা উপকরণ নিয়ে উপজেলার একটি ইউনিয়নের স্কুলে এসেছি। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই উপহার গ্রহণ করেছেন, এটা আমাদের জেলা পরিষদের স্বার্থকতা।
এমপি বাবু আড়াইহাজারের উন্নয়নের মডেল, তাকে বার বার নির্বাচিত করবেন। তিনি আড়াইহাজার যে উন্নয়নের জোয়ার দিচ্ছেন, তাতে আপনারা দেশের সুনাগরিক হিসাবে পরিচয় দিতে পারবেন। দেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষা মানের উন্নয়নে সরকার অবদানের শেষ নেই। বাবু এমপি উন্নয়নেন সাথে জেলা পরিষদ সকল সহযোগিতা করা হবে
Leave a Reply