November 30, 2023, 7:44 am

সেই গাউছুল আযম কাজের ফাঁকে স্বপ্নডানায়

নারায়ণগঞ্জের খবরঃ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক ইউএনও গাউছুল আযম। তার ব্যাক্তিগত ফেসবুকে লেখেন কাঁচপুর বিসিক শিল্পনগরী ,সোনারগাঁও ,নারায়ণগঞ্জ এর মক্কা কনজুমারস প্রোডাক্ট নামের অবৈধ খাদ্যপন্য প্রস্ততকারক প্রতিষ্ঠানে আজ মোবাইল কোর্ট পরিচালনা করি ।বিএসটিআই নকল সিল ব্যবহার করে এবং কোনো প্রকার লাইসেন্স এবং বিএসটিআই অনুমোদনবিহীন এ প্রতিষ্ঠান টি স্যাকারিন ,টেক্সটাইল রং ,বিভিন্ন ফ্লেভার ব্যবহার করে তৈরী করছে জুস ,লিচি ড্রিংকস ,ওর স্যালাইন,চানাচুর ,মটর ডাল ,চিপস,বিস্কুট ,সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ।প্রতিষ্ঠানটি কে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয় ।ঈদের পূর্বে প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক কর্মচারী বেতন বোনাস না পাওয়ায় এবং সিলগালা করা হলে প্রতি্ষ্ঠানের মালিক আর শ্রমিকদের বেতন দিবে না শ্রমিকদের এরকম দাবীর প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় নি ।

র‌্যাব ফোর্সেস-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব ,অতি: এসপি মো: জসিম উদ্দিন চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স এবং এবং ফুড ইন্সপেক্টর মোশাররফ হোসেন মোবাইল কোর্ট কে সহযোগিতা করেন ।জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন স্যার নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেরও আমার সাথে অভিযানে রাখতে বলেন ।বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে স্যারের পরামর্শ সহযোগিতা ,উৎসাহ এবং অনুপ্রেরনায় মুগ্ধ হলাম ।আজ স্বপ্নডানা স্কুলের শিশুদের সাথেও কিছুটা সময় কাটালাম ।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD