November 30, 2023, 6:58 am

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও সোহাগ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় এ্যাসিল্যান্ড উজ্জ্বল হোসেন, ড্রাগসুপার ইকবাল হোসেন, সেনিটারি অফিসার হুমায়ন ও এসআই রফিক প্রমুখ।

এ সময় আড়াইহাজার পৌরসভা বাজারে আল-আমিন ওষধালয়-১ ও ২ নামে প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা, রহমান ফামের্সী ১০ হাজার, জাকির ফামের্সী ২০ হাজার, ডালিম মেডিনি কর্ণার ৫ হাজার, ও বিসমিল্লাহ ফামের্সীর মালিককের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আল-আমিন ফামের্সীর গোডাউন থেকে প্রায় ৫ লাখ টাকার মেয়াদউর্ত্তীণ ওষধ এবং স্যাপল ওষধ জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

    © All rights reserved © 2023
    Design & Developed BY N Host BD