শনিবার, ১৪ জুন ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের খবর: শহরের কিল্লারপুল এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ীদের কতৃক গুরুতর আহত হয়েছে স্বামী মোঃ মহিউদ্দীন (৪৫) ও স্ত্রী নূপুর(৩৫)। সোমবার রাত সাড়ে ৯ টায় এ ঘটনাটি ঘটে। আহত ২ জনেই নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে কতব্যরত চিকিৎসক ডাঃ মোঃ শাহাদাত হোসেন স্বীকার করেছেন।
ঘটনার বিবরণে আহতরা জানান, অত্র এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী শিপন ( ৪৫) তার ছেলে নিক্বাত ( ২১), বাবু মিয়ার ছেলে লাদেন(২২), আসলাম মিয়ার ছেলে আমির(২৩), মোঃ রিপন ওরফে রিপা(৪৫), কাওছার শেখ ও ফারুক গত কয়েক বছর যাবত মাদক বিক্রি করে যাচ্ছে। এমনকি গত ২০ দিন পূবে কিল্লারপুল এনায়েত চিশতী দরবার শরীফে ওরশের নামে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা গাজা বিক্রির হাট বসায়। বিষয়টি এলাকাবাসী পুলিশ সুপারকে অবগত করলে সদর থানা ও ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিপুল পরিমান গাজা উদ্ধার সহ আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। তার পরে ও ক্ষান্ত হননি মাদক ব্যবসায়ীরা।ঐ সকল মাদক ব্যবসায়ীরা পূবের ন্যায় গতকাল রাতে গাজা সহ ইয়াবা বিক্রিকালে মোঃ মহিুদ্দিন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীরা বেদম মারধর লাঠিসোটা দিয়ে পিটিয়ে মহিউদ্দিনকে আহত করে। খবর পেয়ে ঘটনাস্থলে তার স্ত্রী নুপুর গেলে ঐ সকল মাদক ব্যবসায়ীরা তাকে বেদম প্রহার করে। এতে আহত হয় নুপুর। এলাকাবাসীর অভিযোগে আরো জানা যায়, কিল্লারপুল ক্লাবের সামনে বসে মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক বিক্রি করে যাচ্ছে বলে চরম অভিযোগ পাওয়া গেছে। আহত মহিউদ্দিন এলাকার মৃত জামালউদ্দিনের ছেলে।
Leave a Reply