শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের খবর: প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে শহরের শপিংমল কিংবা ফুটপাতের ক্রেতা-বিক্রেতাদের সর্তক করতে এবার মাঠে নেমেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। বৃহস্পতিবার দুপুরের নগরীর বিভিন্ন স্থানে ঘরে সাধারন মানুষকে সর্তক করেন।
এসময় তিনি ঘুরে ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সর্তক করেন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে বেচাকেনার নিদের্শ প্রদান করেন।
এসময় তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা এবং মানুষকে সর্তক করতে শুরু থেকেই কাজ করে যাচ্ছি। মানুষ যতো সচেতন হবে ততো সহজে করোনাকে জয় করকো পারবো। তিনি সাবাই সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানান।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাসের পাদুর্ভাব শুরু থেকেই নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।
Leave a Reply