May 30, 2023, 2:29 pm
স্টাফ রিপোর্ট: এবার গাছ লাগিয়ে পুরুষ্কার হিসেবে ল্যাপটপ জিততে পারেন আপনিও। হ্যাঁ, “শপিং এন্ড ফাইন্যান্স” আয়োজন করেছে গাছ লাগানোর ব্যতিক্রমী এই প্রতিযোগিতার ।
প্রতিযোগিতায় অংশগ্রহন করতে আপনার নিজ আঙ্গিনায় বা বসতবাড়ী, অফিসসহ যে স্থানে গাছ লাগাবেন সে স্থানের পূর্বের এবং গাছ লাগানোর পরের ছবি আপনার ফেইসবুকে পোস্ট দিতে হবে। গাছের নাম, ধরণ ও সংখ্যা উল্লেখ করে তার ছবি তুলে তা আয়োজকদের মেইলে পাঠালে সেখান থেকে পরিদর্শক দল এসে পরিদর্শন করার পর তাদের ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ গাছ লাগানো ব্যাক্তি পাবেন একটি ল্যাপটপ। এভাবে ২য় ও ৩য় সহ মোট ৫০ জনকে পুরুষ্কৃত করা হবে। #Shopping & Finance Tree Plantation এর সিনিয়র অফিসার তারেক মাহমুদ মৃধা বলেন” চলতি বছরে আমাজন বনে আগুন লাগার পর থেকে আমরা এই ধরনের একটি পরিকল্পনা করছিলাম। মোটামুটি সাড়া পেলে প্রতি মাসে আমরা এমন আয়োজন অব্যাহত রাখবো।
তাহলে আর দেরী কেনো? আপনি ও অংশগ্রহন করুন। প্রতিযোগিতায় অংশগ্রহনের শেষ সময় ২৫ নভেম্বর ২০১৯ ইং পযন্ত।
প্রতিযোগিতায় অংশগ্রহন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
Leave a Reply