September 23, 2023, 6:16 pm
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা ধামগড় ইউনিয়ণ আ’লীগের সম্মেলণকে সফল করতে থানা আ’লীগনেতা রোমান হোসাইনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশ গ্রহন করেন। মঙ্গলবার ১১ডিসেম্বর বিকেলে ধামগড় ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধামগড় ইউনিয়ণ পরিষদে সমাবেশ স্থলে এসে সমেবেত হয়।
এ সময় থানা আ’লীগনেতা রোমান হোসাইনের নেতৃত্বে ধামগড় ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মিছিলে মিছিলে মূখরিত করে বন্দর উপজেলা আ’লীগ সভাপতি এমএ রশিদ ও সাধারন সম্পাদক কাজিম প্রধানকে সংবর্ধণা লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন সকলের শোভা বর্ধণ করে। এ সময় “এমএ রশিদের জন্য বন্দরবাসী ধন্য,রশিদ-কাজিমের নেতৃত্বে আমরা আছি এক সাথে” শ্লোগান দিয়ে পুরো সমাবেশ স্থল মূখরিত করে।
এ সময় মিছিলে অংশ নেন আ’লীগনেতা মুসলিম মিয়া,জয়নাল আবেদীন,হাসান মাষ্টার,আরিফুল আলম অপু,আলমগীর,জাহাঙ্গীর আলম তন্ময়,আলমগীর হোসাইন,আনোয়ার হোসেন আনু,আক্তার হোসেন,রুহুল আমিনসহ শতাধিক বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply