October 3, 2023, 11:20 pm
নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক মামুন, জাহিদ হাসান রোজেল এবং মাশুকুল ইসলাম রাজিবের পর এবর মাইনাসের চেষ্টা চলছে বিএনপির কার্যনিবার্হী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে।
নারায়ণগঞ্জ বিএনপিতে নজরুল ইসলাম আজাদের শক্ত একটা অবস্থান রয়েছে। বিশাল কর্মী সমর্থক রয়েছে জেলা জুড়ে। আজাদকে কোনঠাসা করে জেলা বিএনপির একক নিয়ন্ত্রণ নিতেই এবার আজাদকে টার্গেট করেছে তাঁর প্রতিক্ষরা।
সূত্র জানায়, নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চায় এমন যে ক’জন নেতা রয়েছে তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে মোস্তাফিজুর রহমান দিপু ভূইঁয়া। তাঁর সাথে যোগ দিয়েছে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এই তিন নেতা জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনকে ম্যানেজ করে জেলা বিএনপির নিয়ন্ত্রক হতে চাচ্ছেন। এটা করতে গিয়ে একের পর এক সক্রিয় এবং জনপ্রিয় কর্মীবান্ধব নেতাকে টার্গেট করে মাইনাসের চেষ্টা করছে। ইতোমধ্যে অধ্যাপক মামুন মাহমুদ, জাহিদ হাসান রোজেল এবং মাশুকুল ইসলাম রাজিবকে মাইনাস করে সফলও হয়েছেন। প্রথম ধাপে সফল হওয়ায় এবার টার্গেট করেছে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে।
বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান দিপু ভূইঁয়া পুরো বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনেও নিজের আধিপত্য বিস্তারে সর্বোচ্চ চেষ্টা করছেন। জেলা বিএনপির প্রধানকর্তা হতে গিয়ে বিএনপির রাজনীতিতে কোন্দল সৃষ্টির চেষ্টা করছেন দিপু ভূইঁয়া এমন দাবি দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের।
উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছর পর গত ১৭ জুন জেলা বিএনপির সম্মেলনের মধ্যদিয়ে গিয়াসউদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
Leave a Reply